ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হাসপাতালের কেবিনে ঢুকে ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ফরিদপুরে হাসপাতালের কেবিনে ঢুকে ছিনতাই

ফরিদপুর: ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর কেবিনে ঢুকে এসিড মারার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুবৃর্ত্তরা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ডায়বেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ বাংলানিউজকে বিষয়টি জানান।



জানা যায়, কয়েকদিন আগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগলকান্দি গ্রামের শংকর বিশ্বাসের স্ত্রী ঝর্না বিশ্বাস অপারেশনের জন্য ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হন। তার কেবিন নম্বর ৫০২।

সোমবার সকালে দুই যুবক ৫ম তলায় ঝর্না বিশ্বাসের কেবিনে ঢুকে হাতে থাকা একটি বোতল দেখিয়ে তাকে বলেন, বোতলে এসিড আছে কোনো কথা বললেই মুখে ছুঁড়ে দেওয়া হবে। যা আছে সবকিছু বের করে দাও।

যুবকদের এমন কথায় ঝর্না বিশ্বাস ভয় পেয়ে যান। পরে যুবকদ্বয় রোগীর কাছে থাকা ৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। এ বিষয়ে ঝর্না বিশ্বাসের স্বামী শংকর বিশ্বাস কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এম এ সামাদ বাংলানিউজকে বলেন, যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দঃখজনক। হাসপাতালে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, হাসপাতালের নিরাপত্তার জন্য পুরো হাসপাতাল সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া এ ঘটনায় রোগীর স্বজন থানায় অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ওএইচ/আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।