ঢাকা: বগুড়া জেলার শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডুকে সাময়িক বরখাস্তের আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশসহ রুল জারি করেন।
রুলে মেয়র স্বাধীন কুমার কুন্ডুর বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব, উপ-সচিব, রাজশাহীর বিভাগীয় কমিশনার, বগুড়ার জেলা প্রশাসক ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে পৌরসভার অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিময়ের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৪ সেপ্টেম্বর স্বাধীন কুমার কুন্ডুকে সাময়িকভাবে বরখাস্ত করে।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ইএস/এটি