ঢাকা: হঠাৎই রাজধানী ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য বা পথের দেখা মেলা দূরুহ হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে এমন দৃশ্যের দেখা মিলছে পুরো রাজধানী জুড়ে।
তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়।
আকাশে মেঘ থাকায় এ কুয়াশা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সুখবর জানিয়ে বলছে, সকাল ১০টার পর থেকে কুয়াশা কমে যাবে। তবে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে অধিদফতর।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, ভোর থেকেই কুয়াশা বাড়তে থাকে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে।
দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীতে সে ধরনের কোনো পূর্বাভাস নেই বলেও জানান তিনি।
গ্রামাঞ্চলে শীতের আবহ অনেক আগেই এসেছে। মঙ্গলবারের এ কুয়াশা রাজধানীতে শীতের পূর্বাভাস হিসেবেই মনে করছেন অনেকে।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
একে/জেডএস