ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, নভেম্বর ১৭, ২০১৫
সুনামগঞ্জে বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে বিএনপির দুই কর্মী ও জামায়াতের এক কর্মী রয়েছেন।

তাদের মধ্যে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বিএনপি কর্মীকে, তিহরপুর থানা পুলিশ জামায়াতের এক কর্মী ও দোয়ারাবাজার থানা পুলিশ জামায়াতের অপর কর্মীকে গ্রেফতার করে।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।