ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম রুটে ইউএস-বাংলার দিনে ৬ ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
চট্টগ্রাম রুটে ইউএস-বাংলার দিনে ৬ ফ্লাইট

ঢাকা: ইউএস-বাংলা এয়ারওয়েজ চট্টগ্রামে তার সেবা দ্বিগুন করছে। দিনে তিনটি ফ্লাইটের পরিবর্তে এই রুটে চালু হতে যাচ্ছে ইউএস-বাংলার ছয়টি ফ্লাইট।

১৮ নভেম্বর থেকেই যাত্রীরা সেবাটি পাবেন।

ইউএস-বাংলা কার্যালয় জানায়, সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরের ফ্লাইট সকাল ১০টায়, এরপর দিনের দ্বিতীয় ভাগে বেলা ৩টা ১০ মিনিটে একটি এবং সন্ধ্যা ৬টায় অপর ফ্লাইটটি উড়বে চট্টগ্রামের পথে। আর রাত পৌনে ৮টায় পঞ্চম ও রাত ৮টা ৩০ মিনিটে ষষ্ঠ ফ্লাইটটি পরিচালনা করবে ইউএস বাংলা।

ফিরতিপথে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরের ফ্লাইট সকাল ১১টায়। বিকেল ৪টা ১৫ মিনিটে ও সন্ধ্যা ৭টায় ছাড়বে অপর দুটি ফ্লাইট। আর রাত পৌনে ৯টায় পঞ্চম ও রাত সাড়ে ৯টায় ষষ্ঠ ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

যাত্রীর অব্যাহত চাপ ও প্রয়োজন মেটাতেই ইউএস-বাংলার এই উদ্যোগ।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইউএস-বাংলা গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান। সংস্থাটি ২০১৪ সালের ১৭ জুলাই প্রথম দুইটি উড়োজাহাজ দিয়ে আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। বোম্বারডার ড্যাশ-৮ কিউ-৪০২ এর ৭৬ আসন বিশিষ্ট দুটি উড়োজাহাজ দিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা।

বাংলাদেশ সময় ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।