ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক শীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর বুধপাড়া গণির ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত সাকিব আল হাসান ডাঁশমারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ডাঁশমারি এলাকার ইয়াসিন আলীর ছেলে।

রেলওয়ে পুলিশের উপপরির্দশক (এসআই) রেজাউল ইসলাম জানান, সকালে সাকিব কিসমত কুখণ্ডি এলাকায় বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে সাইকেলে চেপে ফিরছিল। এসময় গণির ঢালান এলাকায় রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।