ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ-ভারত বৈঠক

সন্ত্রাসবাদ দমনে তথ্য আদান-প্রদানে ঐকমত্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, নভেম্বর ১৭, ২০১৫
সন্ত্রাসবাদ দমনে তথ্য আদান-প্রদানে ঐকমত্য

ঢাকা: সন্ত্রাসবাদ দমনে তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসতেও দুই দেশ সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।



মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠকটি শুরু হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএমএ/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।