ঢাকা: ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রী জাকিয়া আক্তার চম্পা ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪’র বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- শামীম মণ্ডল, বাবুল হোসেন, জাহিদুল হাছান ও আকাশ মণ্ডল। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মৌসুমী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
এছাড়া ধর্ষণের অপরাধে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
২০১২ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুরের কাশেমাবাদ গ্রামের এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে চম্পাকে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ওই এলাকার পাশ্ববর্তী একটি বাগানে ঝুলন্ত অবস্থায় চম্পার মরদেহ পাওয়া যায়।
১৫ ডিসেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় এ ঘটনায় চম্পার ভাই হাসিবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআই/জেডএস