ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাবেলা হত্যার দায় স্বীকার করতে পারেন আব্দুল মতিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
তাবেলা হত্যার দায় স্বীকার করতে পারেন আব্দুল মতিন তাবেলা সিজার

ঢাকা: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আব্দুল মতিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন।

আসামি দোষ স্বীকার করতে পারেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও ফরিদ মিয়া ।



তিনি জানান, আসামি আব্দুল মতিন দু’দফায় মোট ১৩ দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকাকালে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার (১৭ নভেম্বর)  সকালে তাকে সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন জানান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান আসামিকে দোষ স্বীকার করবেন কী করবেন না, সে মর্মে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন।

এরপরও আসামি আব্দুল মতিন দোষ স্বীকার করতে চাইলে দুপুরের পর ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করবেন।

গত ০৪ নভেম্বর রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আব্দুল মতিনকে গ্রেফতার করে। তিনি ঢাকার বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই।

০৫ নভেম্বর ১০ দিনের রিমান্ড চেয়ে আব্দুল মতিনকে সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। শুনানি শেষে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত। রিমান্ড শেষে ১৩ নভেম্বর মতিনকে আদালতে হাজির করে আরও সাতদিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। ওইদিন আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের আদালত।

এর আগে সিজার হত্যার ঘটনায় আরো ৪ জনকে ‍গ্রেফতার করে ‍ডিবি পুলিশ। তাদের মধ্যে দু’জন শ্যুটার রুবেল ও ভাগ্নে রাসেল হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দুই আসামি চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরিফকেও রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। নিহত তাবেলা ঢাকায় নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আসিসিও-বিডি এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআই/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।