ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বেলাল মিয়া (৪৩) ও মাসুম মুন্সী (২৮) নামে দুই জনের মৃত্যু হয়েছে।  
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের থানা সংলগ্ন নতুন সড়কে এবং ভোর ৬টার দিকে আমানগন্ডা এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত বেলাল মিয়া চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের বাসিন্দা। তিনি চৌদ্দগ্রাম বাজারের হীরা এন্টারপ্রাইজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।  
 
অপর নিহত মাসুম মুন্সী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার গোকুন্দা শেরবাগ এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানের হেলপার।  
 
সকাল ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম থানা সংলগ্ন নতুন সড়কে বেলাল মিয়াকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে বেলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
 
পরে, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক মানিককে আটক করেছে পুলিশ।  
 
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
এদিকে, ভোর ৬টার দিকে মহাসড়কের আমানগণ্ডার নতুন রাস্তার মোড়ে ঢাকামুখী একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার মাসুম ঘটনাস্থলে মারা যান।  
 
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নিজাম উদ্দিন বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।