চাঁদপুর: চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মনির হোসেন ঢালী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার গৌরাঙ্গ বাজার এলাকায়। তিনি চাঁদপুর শহরের বড়স্টেশনের কাছে যুমনা রোডের একটি বাসায় ভাড়া থেকে দৈনিক হাজিরায় শ্রমিকের কাজ করতেন।
চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান বাংলানিউজকে জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে চাঁদপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এসময় মনির ট্রেনের দুই বগির মাঝখান দিয়ে পার হওয়ার সময় রেললাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, নিহত মনিরের মা মমতাজ বেগম বাংলানিউজকে জানান, রাতে পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে মনিরের বাক-বিতণ্ডা হয়। ভোরে সবার অগোচরে বাড়ি থেকে বের হন তিনি। পরে দুপুর ১২টায় তার মৃত্যুর সংবাদ পান তারা।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআই