ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে পুলিশের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে পুলিশের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: জঙ্গিবাদ ও মাদক নির্মূলের লক্ষ্যে মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের ইদ্রাকপুর এলাকার পুলিশ লাইন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।



এর আগে সকাল ১০টার দিকে শহরের কাচারী এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা পুলিশ বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথভাবে জেলার ছয়টি উপজেলার ইমামদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।  

সভায় অনেকের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আবদুস সোবহান ও সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।