ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৩০, ৫ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, নভেম্বর ১৭, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৩০, ৫ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ৫টি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলার বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সোহরাব আলীও রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকমল হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জামায়াত নেতা সোহরাব আলীসহ জামায়াত-শিবির ও বিএনপির ১২ নেতাকর্মী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।