ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘুষ-দুর্নীতি ছাড়া চাকরির দাবিতে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, নভেম্বর ১৭, ২০১৫
ঘুষ-দুর্নীতি ছাড়া চাকরির দাবিতে বরিশালে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ঘুষ ও দুর্নীতি ছাড়া চাকরি পাওয়ার দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।



অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন, অ্যাড. এ কে আযাদ, এ এইচ এম ইমন, রেজাউল ইসলাম খোকন, লিংকন বাইন, হায়দার শরীফ, শারমিন জাহান পপি প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।