ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এনায়েতপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মারধরে মরিয়ম বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি উপজেলার মাঝগ্রাম চরের নুরন্নবী মন্ডলের স্ত্রী ও একই গ্রামের মোকদম আলীর মেয়ে।

এদিকে, এ ঘটনার পর থেকেই মৃতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

মৃতের বাবা মোকদম আলী জানান, প্রায় ২ বছর আগে মাঝগ্রামের খোসাল মন্ডলের ছেলে নুরন্নবীর সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে সোমবার রাতে মরিয়মকে পিটিয়ে হত্যার পর গোয়াল ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা প্রচার করে নুরন্নবী ও তার পরিবারের লোকজন।

এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাংলানিউজকে জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।