সিলেট: সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেট নগরীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে এক স্কুলছাত্রীকে ধাক্কা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়।
এ ঘটনার পর পীরের বাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতা ও শিক্ষার্থীদের শান্ত করে। পরে অবরোধ তুলে নিলে পুনরায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘন্টা, নভেম্বর ১৭, ২০১৫
এনইউ/আরএ