খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নারীর প্রতিদিনের স্বাস্থ্য, আইন ও মনোসামাজিক বিভিন্ন বিষয়ে তথ্য সেবা দিতে ‘জানালাটা খুলে দাও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং ব্র্যাক ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
এতে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর, দৈনিক সমকালের সহ সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রভাষক কাজী তহুড়া, নারী সাংবাদিক চিংমেপ্রু মারমা, দৈনিক সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী প্রমুখ।
কর্মশালায় নারীদের মনোসামাজিক, স্বাস্থ্যগত, আইনগত সমস্যা ও বয়ঃসন্ধিকালে প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে নারীদের সুস্বাস্থ ও ভালো থাকা নিয়ে দেশের প্রথম ওয়েবসাইট মায়া’র সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর