ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরকে ‘ক্যাটাগরি-ওয়ান’-এ উন্নীতের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
শাহজালাল বিমানবন্দরকে ‘ক্যাটাগরি-ওয়ান’-এ উন্নীতের আহ্বান রাশেদ খান মেনন ও মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ক্যাটাগরি-টু’ থেকে ‘ক্যাটাগরি-ওয়ান’-এ উন্নীতের ব্যবস্থা নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ক্যাটাগরি উন্নীত হলে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি উড়ান চলাচল সুবিধার পাশাপাশি নিরাপত্তাও জোরদার থাকবে বলে মনে করছে সরকার।


 
এছাড়া লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তা সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরিতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।  
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এসব কথা জানান।
 
মন্ত্রী বলেন, বার্নিকাটকে বলেছি, আমাদের ক্যাটাগরি দ্বিতীয় শ্রেণী থেকে এগিয়ে যেন প্রথম শ্রেণীতে নিয়ে আসা হয়। ভারত যদি পায়, আমরা পাবো না কেন? তাহলে ঢাকা থেকে সরাসরি নিউইয়র্কে প্লেন চলাচল শুরু হতে পারে। এছাড়া দক্ষ জনবল প্রশ্নেও সহযোগিতা চেয়েছি।
 
‘রাষ্ট্রদূত এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চালাবেন বলে জানিয়েছেন, সহযোগিতাও দেবেন’- বলেন রাশেদ খান মেনন।
 
তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করতে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন, বিদেশিরা সহযোগিতা করছে, আমরাও করতে চাই।
 
‘আমরা তাকে জানিয়েছি, বাংলাদেশে বিমানবন্দর ব্যবস্থাপনায় যে ঘাটতি রয়েছে, তার কারণ সংশ্লিষ্ট সামগ্রীগুলো পুরনো হয়ে গেছে। আমরা তাদের কাছে লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তায় নিয়োজিতদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা চেয়েছি। তারা দেবেন বলেছেন’- জানান পর্যটনমন্ত্রী।
 
রাশেদ খান মেনন আরও বলেন, রাষ্ট্রদূতকে বলেছি আমরা চাই বিদেশ থেকে লোক আসুক। সে হিসেবে ব্যবস্থা যা নিয়েছি, তাতে সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসকেএস/এএ

** বিমানবন্দরের নিরাপত্তায় সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।