ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাচোলে অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, নভেম্বর ১৭, ২০১৫
নাচোলে অস্ত্র-গুলিসহ আটক ২ ছবি : প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাইচন্ডি বাজার থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে এনামুল হক (২৬) এবং একই উপজেলার ছোট তেঘরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে জামাল হোসেন (৩৫)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাসির উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।