ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে টমটমের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, নভেম্বর ১৭, ২০১৫
বান্দরবানে টমটমের ধাক্কায় শিশু নিহত

বান্দরবান: বান্দরবানে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাকায় ইছমত আক্তার (৬)নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রেইছা ইউনিয়নের গোয়ালিয়া খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইছমত রেইছা ইউনিয়নের গোয়ালিয়া খোলা এলাকার আলীর আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোয়ালিয়া খোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) অপরদিক থেকে ইছমতকে ধাক্কা দেয়। এসময় টমটমের ধাক্কায় সে রাস্তায় কয়েক গজ দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়।

রেইছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবুখয় মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে টমটমের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।