ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুদকের তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ১৭, ২০১৫
দুদকের তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত

জাতীয় সংসদ ভবন থেকে: বেসিক ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
 
তিনি বলেন, এটা দিবালোকের মতো সত্য, শর্ষেতে ভূত আছে।

দুদকের যারা তদন্তের সাথে জড়িত, তাদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তাহজীব আলম।
 
তিনি বলেন, দুদক প্রভাবিত হয়ে পর্ষদের চেয়ারম্যানকে মামলা থেকে বাদ দিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা উচিত। যদি বেসিক ব্যাংকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ডাকাতির মূল হোতাকে দুদক অভিযুক্ত করতে না পারে, তাহলে জনগণের এত অর্থ ব্যয় করে দুদকের মতো সংস্থাকে জিইয়ে রাখার যৌক্তিকতা কোথায়?
 
স্বতন্ত এই সংসদ সদস্য আরও বলেন, যদি দুদক সত্যিই নখদন্তহীন হয়, তাহলে সান্ত্বনাসূচক এই দুর্নীতি মামলা তদন্তেরই বা কী প্রয়োজন ছিল? একটি কেলেঙ্কারি শুধু আরেকটি কেলেঙ্কারির জন্ম দিল।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।