জাতীয় সংসদ ভবন থেকে: ফ্রান্সের প্যারিসে জঙ্গিগোষ্ঠী আইএসের ভয়াবহ হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
বাদল বলেন, আমাদের এই পার্লামেন্ট একটি ভাইব্রেন্ট পার্লামেন্ট। একটি ভাইব্রেন্ট পার্লামেন্ট পৃথিবীর কোনো উল্লেখযোগ্য বিষয় নিয়ে চুপ থাকতে পারে না। প্যারিসে যে ঘটনা ঘটেছে, সে ঘটনা বিশ্বের ইতিহাস পাল্টে দিচ্ছে। বিশ্বের মানচিত্র পাল্টে দিচ্ছে। সমস্ত ইউরোপের আগের ইতিহাস পাল্টে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের হিসাব-নিকেশ উল্টো-পাল্টা করে দিচ্ছে।
শুক্রবার দিনগত রাতে প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএম/আইএ