ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্র সচিবের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্র সচিবের সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি। বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দেশে ফেরার আগে তিনি এ সাক্ষাৎ করেন।



মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সফল হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান রাজীব মেহর্ষি। বৈঠক সফল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তোষ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা আরও জোরদার করার কথা বলেন।

বাংলাবান্দা স্থলবন্দরে যানজট কমাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীকে বলেন রাজীব মেহর্ষি।

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ভারতীয় স্বরাষ্ট্র সচিব বলেন, বঙ্গবন্ধু ভবন ইতিহাসেন সাক্ষী।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ‍হাইকমিশনার পঙ্কজ শরণও উপস্থিত ছিলেন।

পঙ্কজ শরণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাজ্য সফরকালে লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিকীর সঙ্গে বৈঠকের বিষয়টি শেখ হাসিনাকে জানান।

সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।