ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হ্যাকারদের কবলে পুলিশ কনস্টেবলের ফেসবুক আইডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
হ্যাকারদের কবলে পুলিশ কনস্টেবলের ফেসবুক আইডি

ঢাকা: মো. আব্দুল বাতেন নামে এক পুলিশ কনস্টেবলের ফেসবুক আইডি হ্যাক করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র।

এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আব্দুল বাতেন।

এ বিষয়ে রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
 
ঢাকা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (উত্তর) বিভাগে কর্মরত আব্দুল বাতেন বাংলানিউজকে বলেন, আব্দুল বাতেন (অপরাধকে না বলুন) নামে আমার একটি ফেসবুক আইডি আছে। এই আইডিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বন্ধু তালিকায় রয়েছেন। কিন্তু আমার ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র এ আইডি হ্যাক করে বিভিন্ন আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর- ৯০২) করেছি।

তিনি আরও বলেন, সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ১টার দিকে ফেসবুক আইডি’টি হ্যাক হয়। এরপর ওই আইডি’তে বাবা-মাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ঐশীকে নিয়ে একটি বিতর্কিত লেখা পোস্ট করা হয়। যেটা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং রাষ্ট্র বিরোধিতার শামিল।

আব্দুল বাতেন জানান, পরে অন্য একটি আইডি থেকে হ্যাক হওয়া আইডিতে চ্যাটে কথা বলেন তিনি। এ সময় হ্যাকার চক্রটি একটি বাংলালিংক নম্বর দিয়ে সেই নম্বরে ৫০ হাজার টাকা পাঠাতে বলে।

ফেসবুকে তার বন্ধু তালিকায় যারা আছেন, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না হতে সতর্ক করেন তিনি।
 
এ বিষয়ে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ আহম্মদ বাংলানিউজকে বলেন, ফেসবুকের আইডি  হ্যাক একটি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম অনুসন্ধানের জন্য আমাদের যথেষ্ট লজিস্টিক সাপোর্ট নেই। তাই অভিযোগটি গোয়েন্দা পুলিশের সাইবার টিমের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।