ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেডমার্ক (সংশোধন) বিল পাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ট্রেডমার্ক (সংশোধন) বিল পাস

জাতীয় সংসদ ভবন থেকে: ট্রেডমার্ক উইংকে ট্রেডমার্ক ইউনিট হিসেবে গঠন, পণ্য ক্রয় বিক্রয়ে ভোক্তা ও বিক্রেতার স্বার্থ সংরক্ষণসহ বাংলাদেশে নিবন্ধিত ট্রেডমার্ককে সুরক্ষা দিয়ে ‘ট্রেডমার্ক (সংশোধন) আইন ২০১৫’ জাতীয় সংসদে পাস হয়েছে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিলটি পাসের জন্য উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



যদিও বিলটিতে একাধিক সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। পরে মন্ত্রী তাদের সেই যুক্তি গ্রহণ না করে বিলটি পাসের প্রস্তাব করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি কণ্ঠভোটে দিলে তা পাস হয়।
 
২০০৯ সালে প্রণীত এই আইনে মেধা সম্পদ সংরক্ষণ, বিদেশি পুঁজি-বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তরসহ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং শিল্পায়নের ক্ষেত্রে সময়ের চাহিদা পূরণে ট্রেডমার্ক আইন সংশোধন, পরিবর্তন ও পরিবর্তন করে যুগোপযোগী করা হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান প্রেক্ষাপট, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ এবং প্যারিস কনভেনশনের সাথে আইনটি সামঞ্জস্যপূর্ণ করতে এই সংশোধনী আনা হয়।
 
বিলটিতে আনীত ১১টি সংশোধনীর মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রি উইংকে রেজিস্ট্রি ইউনিটকরণ ও আন্তর্জাতিক কনভেনশনের সাথে সামঞ্জস্যকরণসহ ৩টি অস্পষ্টতা দূরীকরণ সংশোধনী, ৩টি কারণিক ক্রুটি, ২টি মুদ্রণ ত্রুটি,  রেজিস্ট্রির সময়সীমা বর্ধিত করে আইনে এ সংক্রান্ত স্ববিরোধিতা দূর করার জন্য একটি সংশোধনী রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।