চুয়াডাঙ্গা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি বিলুপ্ত করা হয়।
এ খবরটি সন্ধ্যায় চুয়াডাঙ্গায় পৌঁছালে এক পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিষাদের ছায়া পড়লেও অন্য শিবির আনন্দ উৎসবে মেতে ওঠে। এক যুগ পর গত ১২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে আহ্বায়ক ও জিল্লুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে সব ইউনিটের কমিটি গঠন শেষ করে জেলা সম্মেলনেরও নির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/