ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি কর্মীদের প্রশংসায় থাই মন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বাংলাদেশি কর্মীদের প্রশংসায় থাই মন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি কর্মীদের দক্ষতার প্রশংসা করলেন থাইল্যান্ডের শ্রমমন্ত্রী জেনারেল সিরিচাই দিস্তাকুল। তিনি বলেছেন, দক্ষ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশি কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছে।



মঙ্গলবার (১৭ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। তিন দিনের সরকারি সফরে অন্যতম শীর্ষ শ্রমবাজার থাইল্যান্ডে অবস্থান করছেন নুরুল ইসলাম বিএসসি।

বৈঠকে থাই শ্রমমন্ত্রী কর্মীদের দক্ষতার পাশাপাশি বাংলাদেশের কর্মী পাঠানোর উচ্চতর নিরাপত্তা ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার ভূয়সী প্রশংসাও করেন। তিনি বলেন, অভিবাসন খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড।

বৈঠকে দুই মন্ত্রী একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত পোষণ করেন। এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ের মাধ্যমে দু’দেশের কর্মী প্রেরণের চাহিদা ও সক্ষমতার তথ্য বিনিময় করবে বলেও একমত হন তারা।

এসময় নুরুল ইসলাম বিএসসি কর্মী প্রেরণে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণ সুবিধাদি দেখার জন্য থাই প্রতিনিধি দলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
 
এর আগে, প্রবাসী কল্যাণমন্ত্রী থাইল্যান্ডের জাতীয় সংসদের ব্যবসা, শিল্প ও শ্রম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জেনারেল সিংশুক সিংপাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জেপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।