ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ফসলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, নভেম্বর ১৭, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ফসলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে ও পরবর্তীতে ছাগল হত্যার সন্দেহে সংঘর্ষে মুনসুর আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের আরও তিন ভাই।



মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুনসুর শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে। আহতরা হলেন নিহতের ছোট তিন ভাই আনেসুর, আতাবুল ও তোজাম্মেল হক।

নিহতের স্ত্রীর ছোটভাই রবিউল বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় মুনসুর আলীর ভুট্টাখেতে একই এলাকার মোশারফের ছেলে টুটুলের একটি ছাগল প্রবেশ করে বেশকিছু মাসকলাই খেয়ে ফেলে। পরবর্তীতে ওই স্থানে ছাগলটি মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় টুটুল মুনসুরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এসময় টুটুলের পক্ষে তার দুই চাচা হুমায়ুনের ছেলে পারুল ইসলাম ও জিয়া এবং মুনসুরের পক্ষে তার তিন ভাই সংঘর্ষে জড়িয়ে পড়লে মুনসুর ও তার তিন ভাই গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মুনসুর আলীর মৃত্যু হয় বলে তিনি জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত শেষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।