ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সাভারে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের বিভিন্ন এলাকায় এক  সপ্তাহ ধরে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি দালালচক্র।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় স্থানীয় দালাল ও ঠিকাদাররা রাতভর বাসা-বাড়িতে অবৈধ এ গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।



জানা গেছে, সাভার তিতাস গ্যাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় তাদের ঠিকাদার ও স্থানীয় দালালরা একদিনের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নিচ্ছেন। যারা বেশি টাকা দিচ্ছেন, তাদের বাড়িতে আগে সংযোগ দেওয়া হচ্ছে। এভাবে রাতারাতি চোরাই গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন সংযোগ প্রদানকারীরা।

সাভার পৌরসভা ও উপজেলা প্রকৌশল বিভাগের অনুমতি ছাড়াই পিচ ঢালাই করা পাকা সড়ক কেটে এ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। উপজেলার উলাইল, কর্ণপাড়া, ব্যাংক টাউন, কালিনগর, নামা গেণ্ডা, তেঁতুলঝোড়াসহ প্রায় এলাকাতেই অবৈধ এ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

গ্যাস সংযোগ পাওয়া বাড়ির মালিকরা বলেন, আমাদের গ্যাসের দরকার, গ্যাস পেয়েছি। এ গ্যাস বৈধ না অবৈধ তা জানি না। তবে যখন বৈধ করার দরকার হবে, তখন ঠিকাদাররা তা বৈধ করে দেবেন।

উলাইল কর্ণপাড়া এলাকার হাফিজ নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তিতাস গ্যাস বিতরণ কোম্পানির অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের মদদে তাদের ঠিকাদার ও স্থানীয় দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজেরাই মূল গ্যাস লাইন ছিদ্র করে বাসা-বাড়িতে এ গ্যাস সংযোগ দিচ্ছেন।

সাভার তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ডিজিএম আতিকুর বাংলানিউজকে বলেন, সাভার উপজেলার বিভিন্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে বলে অভিযোগ পেয়েছি। লোকবল কম থাকায় তাদের প্রতিরোধ করা যাচ্ছে না। তবে আমরা প্রায়ই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করছি। শিগগিরই অবৈধ এ সংযোগ প্রদানকারী ও বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া অবৈধ এ গ্যাস সংযোগের সঙ্গে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে  জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।