ঢাকা: প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিপিও সামিট-২০১৫ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু হয়েছে।
এ ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে বিপিও সামিট এর অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির হল রুমে ‘ক্যারিয়ার অপরচুনেটি ইন বিপিও ইন্ডাস্ট্রিজ’ বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উপ-উপাচার্য প্রফেসর ড. এম নুরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর আ. সালাম মোল্লা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজী হাসান রবিন, বিক্রয় ডট কমের পরিচালক (বিপণন) মিশা আলী, আমরা কোম্পানিজ এর হেড অফ বিজনেস সোলায়মান সুখনসহ অনেকে।
দুই পর্বে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিপিও সামিটের প্রয়োজনীয়তা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
দ্বিতীয় পর্বে ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের নিয়ে প্রেজেন্টেশন ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ০৯ ও ১০ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিপিও সামিট-২০১৫’র আয়োজনে রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ ও বাক্য।
বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
একে/এসএস