ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সাকিব উদ্দিন ওরফে মালু নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, দু’টি ছুরি ও ডাকাতের ব্যবহৃত দু’টি মুখোশ উদ্ধার করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত অনুমান ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খাড়েরা গোলাসার এলাকায় এ ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, নিহত ডাকাত সদস্য সাকিব উদ্দিন ওরফে মালুর বাড়ি কসবা উপজেলার মরাপুকুরপাড় গ্রামে।
তিনি বলেন, প্রতিদিনের মতো কসবা থানা পুলিশের টহল দল মহাসড়কের খাড়েরা এলাকায় দায়িত্ব পালন করছিলো। পুলিশ বহনকারী মাইক্রোবাসটি গোলাসার নামক স্থানে পৌঁছালে ডাকাত সদস্যরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে পুলিশের গাড়িকে আটক করে।
এসময় পুলিশ ডাকাত সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। জবাবে ডাকাত সদস্যরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের বন্দুক যুদ্ধ চলাকালে কসবা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক মিয়া ও কনষ্টেবল আশিকুল ইসলাম আহত হন।
এসময় ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্রসহ সাকিব মিয়া নামে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত পুলিশের দুই সদস্যকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, ডাকাতদের গ্রেফতারে এলাকায় অভিযান চলছে। এ ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস