ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, নভেম্বর ১৮, ২০১৫
ভোলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ

ভোলা: ভোলার লালমোহনে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিদকার বাজারে এ ঘটনা ঘটে।



তবে পুলিশের দাবি, আসামি ছিনতাই হননি, এলাকাবাসী জড়ো হওয়াতে পুলিশ গ্রেফতার না করে ফিরে আসে।

স্থানীয় সুত্র জানায়, মঙ্গল সিকদার বাজারে বন আইনে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোতালেব মিয়ার ছেলে মিজান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এসময় স্থানীয়রা পুলিশের কাছ থেকে মিজানকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার না করে খালি হাতে ফিরে আসে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, পুলিশকে বেকায়দায় ফেলতে একটি চক্র এসব মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছে। পুলিশের কাছ থেকে কোনো আসামি ছিনতাই ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।