ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে ট্রাক চাপায় তরুণ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, নভেম্বর ১৮, ২০১৫
খিলগাঁওয়ে ট্রাক চাপায় তরুণ নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রাক চাপায় শাহিন আলম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
 
বুধবার (১৮ নভেম্বর) ভোরে খিলগাঁও রেলগেট ওভারব্রিজের নিচের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত শাহিন খিলগাঁওয়ের জোড়াপুকুর এলাকার আতাহার আলমের ছেলে।
 
নিহতের মামা মোহাম্মদ আলী ‍জানান, সকালে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় শাহিন। এসময় রাস্তা পার হতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়।
 
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বাংলানিউজকে জানান, মরদেহ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এজেডএফ/জেডএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।