খুলনা: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় নগর ভবনে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচনে গোলাপ ফুল প্রতীকে একতা-সমতা ঐক্য পরিষদ মনোনিত মুকুল-শামিম পরিষদ এবং চেয়ার প্রতীকে স্বতন্ত্র প্যানেল মনোনিত উজ্জ্বল-মহিউদ্দিন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুকুল-শামিম পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. নাজমুল হক মুকুল, সাধারণ সম্পাদক পদে মো. শামীমুর রহমান শামিম, সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ লুৎফর রহমান, সহ-সভাপতি পদে এসএম আ. রহমান ও শেখ শাহেদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সালাম ও মো. মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সরদার আবুল কালাম, প্রচার সম্পাদক পদে কাজী বদরুজ্জামান আরিফ, দফতর সম্পাদক পদে মো. গোলাম মওলা টিংকু, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে শেখ সাইফুল ইসলাম (মহসিন), সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আতিয়ার রহমান, মহিলা সম্পাদক পদে মোসা. হাসিনা বেগম কচি, কোষাধ্যক্ষ পদে মো. লিয়াকত হোসেন।
বিভাগীয় সদস্যরা হচ্ছেন- সাধারণ শাখায় মো. মোস্তফা হাওলাদার, রাজস্ব বিভাগে আ. রব শেখ, পূর্ত বিভাগের পদে মো. রফিকুল ইসলাম রাজু, কঞ্জারভেন্সিতে মো. নাজমুল হক ও জনস্বাস্থ্যের পদে মো. রফিকুল ইসলাম।
উজ্জ্বল-মহিউদ্দিন পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মো. অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি পদে খান হাবিবুর রহমান ও স ম মোকাররম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. ইমতিয়াজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. জিয়াউল হাসান লিটু ও মো. আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইফুল রহমান, প্রচার সম্পাদক পদে জিএম আনোয়ারুল ইসলাম, দফতর সম্পাদক পদে মোহাম্মদ বশির, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মো. পিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক পদে কাজী এনামুল হক টুকু, মহিলা সম্পাদক পদে মোসা. মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. হেমায়েত উদ্দিন খান।
বিভাগীয় সদস্যরা হচ্ছেন- সাধারণ শাখায় পদে মো. বাহাদুর হোসেন, রাজস্ব বিভাগে মো. বোরহান খান, পূর্ত বিভাগে মো. আনছার আলী গোলদার, কঞ্জারভেন্সিতে মো. জাকির হোসেন ও জনস্বাস্থ্য পদে মো. আকবর হোসেন।
উজ্জ্বল-মহিউদ্দিন পরিষদের সভাপতি প্রার্থী উজ্জ্বল কুমার সাহা সকালে বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
তবে তিনি অভিযোগ করেন নগর ভবনের সামনে কিছু বহিরাগত ঘোরাফেরা করছেন। যাদের আচরণ সন্দেহজনক।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমআরএম/জেডএস