ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে পৌর মেয়রের বাড়িতে ডাকাতির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, নভেম্বর ১৮, ২০১৫
সাভারে পৌর মেয়রের বাড়িতে ডাকাতির অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন।



বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে উলাইলের কর্ণপাড়া বড়বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

রেফাত উল্লার ছেলে সাব্বির বাংলানিউজকে জানান, ভোর রাতে বাড়ির কেচি গেটের তালা ভেঙে ১৫ থেকে ২০ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকা, ২টি ল্যাপটপসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতরা ৩ জনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহত ৩ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও থানার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। তবে এ ঘটনায় সাভার মডেল থানায় রেফাত উল্লার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। আর সেখানে কোনো পুলিশও যায়নি।

উল্লেখ্য নাশকতার কয়েকটি মামলায় বর্তমানে পৌর মেয়র রেফাত উল্লাহ কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ওএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।