ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাকা-মুজাহিদের রিভিউ

নিরাপত্তা চাদরে কোর্ট এলাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
নিরাপত্তা চাদরে কোর্ট এলাকা ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা সুপ্রিম কোর্ট-হাইকোর্ট প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সারেজমিন দেখা যায়, কোর্ট প্রাঙ্গণে ও এর প্রবেশ পথে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব ‍পালন করছে।

রয়েছে পুলিশ, ৠাব, সাদা পোষাকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য।

নিরাপত্তার বিষয়ে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমান বাংলানি‌উজকে জানান, দুই রায়কে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

কোর্ট এলাকা ও আশপাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্যই এ নিরাপত্তা ব্যবস্থা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, কোর্টে প্রবেশকারী প্রত্যেককে তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে। সন্দেহ হলে অধিকতর তল্লাশি করা হচ্ছে। এছাড়া কোর্টের ‌আশপাশ দিয়ে যাওয়া পথচারী এবং  প্রয়োজনে যানবাহনেও তল্লাশি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এনএ/এনএইচএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।