ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আদেশকে কেন্দ্র করে তার নিজ জেলা ফরিদপুরে যে কোনো ধরনের সহিসংতা এড়াতে পুলিশ, র্যাব ও বিজিবি কড়া পাহারায় রয়েছে।
মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদের আবেদনের আদেশ দেওয়াকে কেন্দ্র করে বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়, ভাঙ্গা মোড়, ফরিদপুর প্রেসক্লাবের সামনে, রাজবাড়ী রাস্তার মোড়, আদালত পাড়াসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে র্যাব। সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যবেক্ষণে রয়েছে। পাশাপাশি বিজিবি প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হলে, ছাড় দেওয়া হবে না।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি প্রস্তুত রয়েছে। জেলায় জামায়াত-শিবির কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, তা প্রতিহত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম