ঢাকা: নেদারল্যান্ডসের রানি ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ম্যাক্সিমা জরিগুয়েতা সিরুটির আগমন উপলক্ষে সচিবালয় ঘিরে কড়া নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার সকাল থেকে দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হচ্ছে।
সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে রানির আসার কথা আগে থেকেই ছিল। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান।
মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন রানিকে অভ্যর্থনা জানাতে।
শুধু সচিবালয় বা অর্থ মন্ত্রণালয়ে প্রবেশের কড়াকড়ি নয়, সচিবালয়ের বাইরের চিত্রেও পরিবর্তন দেখা গেছে। সেগুনবাগিচার দিক থেকে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ে ঢোকার দিকের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। চারপাশে পুলিশ ও এপিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন।
এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ রাখা হয়েছে। সচিবালয়ের ভেতরে ও বাইরের স্বাভাবিক গার্ড়ি পার্কিং- এর জায়গাগুলোর সবটুকুও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বাগানসহ দৃষ্টিগোচর সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে।
চারদিনের সফরে সোমবার (১৬ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেন নেদারল্যান্ডসের রানি।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকেএস/এসএইচ