ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুগদায় লন্ড্রি দোকানদারের মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, নভেম্বর ১৮, ২০১৫
মুগদায় লন্ড্রি দোকানদারের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মুগদা থানাধীন মদিনাবাগ এলাকায় থেকে সোহাগ (২০) নামে এক লন্ড্রি দোকানদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সাইফউদ্দিন বাংলানিউজকে জানান, উত্তর মুগদা মদিনাবাগ খালপাড় সংলগ্ন এলাকায় সোহাগের একটি লন্ড্রির দোকান আছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দোকানে ঘুমিয়েছিলেন তিনি। সকালে কর্মচারী এসে দোকান খুলে তার মৃতদেহ পান।

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এজেডএস/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।