দিনাজপুর: দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালিয় ধর্মযাজক ডা. পিয়েরোকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে দিনাজপুর সদরের মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক তারেক।
এদিকে, দুপুর ১২টার দিকে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বাংলানিউজকে জানান, ডা. পিয়েরোর ঘাড়ে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে। এজন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো জানান, ডা. পিয়েরো একজন ধর্মযাজক। দিনাজপুর সেনভিন সেন্ট হাসপাতালের এই চিকিৎসক সুইহারী ক্যাথলিক মিশনের নভারা টেকনিক্যাল স্কুল চত্বরের একটি ভবনে বসবাস করেন। প্রতিদিনের মতো বুধবার সকালে বাই সাইকেলে করে ওই হাসপাতালে যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএইচ/এসআই
** দিনাজপুরে ইতালিয় ধর্মযাজককে গুলি