ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে শিশু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জামালপুরে শিশু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুরের আলোচিত শিশু মোস্তাকিন বিল্লাহ (০৭) হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০মিনিটে জেলা অতিরিক্ত দায়রা জজ মোহম্মদ ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।



ফাঁসির দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো- তোফায়েল ইসলাম হিরা, আনোয়ার হোসেন, সোহেল রানা শিপন, লোকমান আলী ও আইনাল হক।

এছাড়া একই মামলায় ফারুক নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

স্থানীয়রা  জানান, নিহত মোস্তাকিন বিল্লাহর বাবা আমেরিকা প্রবাসী। মোস্তাকিন বিল্লাহর পরিবারের কাছে প্রায়ই তার চাচাতো ভাই শিপন টাকা চাইতো। নিহতের পরিবারের সদস্যরা টাকা দিতে রাজি না হওয়া মোস্তাকিন বিল্লাহকে আইসক্রিম খাওয়ানো কথা বলে অপহরণ করেন শিপন।

পরে দীর্ঘদিন পলাতক থাকার পর শিপনকে যশোর এলাকা থেকে আটক করে জামালপুরের ডিবি পুলিশ।

পরে শিপনের দেওয়া স্বীকারোক্ত অনুযায়ী নান্দিনা এলাকায় আনোয়ারের ঘরের ভিটি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মোস্তাকিমের কংকাল উদ্ধার করে।

পরে অপহরণের ৮০দিন পর ৩০ মে ২০০১ সালে জামালপুর থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মোস্তাকিন বিল্লার বাবা লুৎফর রহমান।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ১০১৫/আপডেটেড ১৫৪২
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।