আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে আশুলিয়ার দোসাইদ পশ্চিম পাড়া মায়া মিঠু কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানান, ভোর রাতে মায়া মিঠু ফ্যাশন কারখানায় জানালার গ্রীল কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা কারখানার ৪ জন নিরাপত্তা কর্মীসহ ৬ জনকে হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানায় মজুত রাখা প্রায় সাড়ে তিন টন কাপড়, নগদ প্রায় দুই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
সকালে আহত ৬ জনকে উদ্ধার করে আশুলিয়ার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গত পাঁচ দিন ওই এলাকায় দু’টি কারখানা ও একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ওএইচ/এএসআর