ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, নভেম্বর ১৮, ২০১৫
রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সে জন্য রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১৮) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা ও আপরাধতত্ত্ব বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।



তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার বন্ধ করা হয়েছে, যাতে করে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

তিনি আরও বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসজেএ/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।