ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ৩০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় বাস খাদে পড়ে অন্তত ৩০জন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোরামারা এলাকায় ঝিনাইদহ-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে মাগুরা জেলার জোহরসিংড়া গ্রামের ইউনুস সেখের ছেলে কৌশিক আহমেদ (৩০), ফরিদপুর উপজেলার রোকন উদ্দিনের ছেলে আবু হানিফ (১৮), একই উপজেলার আকবর আলীর ছেলে জুয়েল (১৮), নওগাঁ জেলার দুর্গাপুর গ্রামের আজিজের ছেলে জয়নুদ্দিন (২৫), একই গ্রামের মছির উদ্দিনের ছেলে মহাসিন আলী (২৩), নাটোর সদর উপজেলার ইউসুফ আলীর ছেলে ইছা হক (৩০), রাজশাহী সদর উপজেলার ইয়াকুব আলীর ছেলে বুলবুল হোসেন (২৩) ও একই এলাকার জোহর আলীর ছেলে নুর শেখের (২৭) পরিচয় জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বরিশালগামী ফয়সাল পরিবহনের একটি বাস সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় পৌঁছালে পেছন থেকে ফরিদপুরগামী জনি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দু’টি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।