ঢাকা: ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখে দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের দেওয়া রায়ের কপি জেলখানায় পৌঁছানোর পরেই তা কার্যকরের ব্যবস্থা নেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ বুধবার বিকেল সোয়া তিনটার দিকে বাংলানিউজকে জানায়, তখন পর্যন্ত ওই রায়ের কপি তাদের কাছে পৌঁছায়নি।
সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘আমরা এখনও আদেশের কপি পাইনি, পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’
এর আগে বুধবার সকালে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া সাকা চৌধুরী ও মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এসময় দুই যুদ্ধাপরাধীর করা রিভিউ আবেদন খারিজ করে দেন আদালত।
বাংলাদেশ সময় ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএমকে