ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বরিশালে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘নুতন ধান্যে হবে নবান্ন’ স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেলো নবান্ন উৎসব।

এ  উৎসব উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীতে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।



বরিশাল বিভাগীয় সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরের উদ্যোগে র‌্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর নতুনবাজারের আদিশ্মশান অমৃতাঙ্গণের মতুয়া মন্দিরে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল সাড়ে ৬টায় মঙ্গল ঘট স্থাপন, সাড়ে ৭টায় শ্রী শ্রী হরিলিলামৃত পাঠ, সাড়ে ৮টায় মহা হরিনাম সংকীর্তন, সাড়ে ৯টায় হরি গুরুচাদ ঠাকুরের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।

সেখানে ধানকাটা, নতুন চাল দিয়ে নবান্ন তৈরি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান চলে দুপুর ২টা পর্যন্ত।

এদিকে, নবান্ন উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় হরি গুরুচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি মতুয়ারত্ন গোকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, মাসিক মতুয়া দর্পণ পত্রিকার সম্পাদক শ্রীমতী সুর্বণা ঠাকুর, মন্দিরের প্রধান উপদেষ্টা বিজয় কৃষ্ণ দে।

এছাড়া উপস্থিত ছিলেন, মন্দিরের সম্পাদক হিরেন ঠাকুর, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটুসহ মহানগর পূজা উদযাপন পরিষদ, মহাশ্মশান রক্ষা কমিটিসহ বিভিন্ন মন্দির কমিটির নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।