ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাহাজ তৈরি ও রি-সাইক্লিং জোন হবে বরগুনায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জাহাজ তৈরি ও রি-সাইক্লিং জোন হবে বরগুনায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: বরগুনায় বড় পরিসরে জাহাজ তৈরি ও রি-সাইক্লিং জোন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই সেখানে গিয়ে পরিকল্পনা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।


 
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয় কক্ষে ‘শিপিং রিপোর্টার্স ফোরাম’র সদস্যদের সঙ্গে আলাপে উদ্যোগের কথা জানান মন্ত্রী।
 
মন্ত্রী বলেন, বরগুনায় শিপ বিল্ডিং ও রি-সাইক্লিং জোনের উদ্যোগ নিচ্ছি আমরা। আগামী মাসে আমরা সেখানে যাবো, পরিকল্পনার অগ্রগতি দেখবো।
 
শাজাহান খান বলেন, দক্ষিণাঞ্চলের এসব এলাকায় প্রাকৃতিক দূর্যোগে মানুষের সাজানো কাজকর্ম ভেস্তে যায়। বারবার কোনো না কোনো সমস্যায় তারা সেভাবে জীবনটা গোছাতে পারেন না। বারবার তারা গরিব ও কর্মহীন হয়ে পড়েন। তাই সেসব এলাকায় এমন বড় উদ্যোগে মানুষগুলোর কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
 
এছাড়া সদরঘাটে ভবন নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান ভবনটির ধারণক্ষমতা বর্তমান চাপ নিতে পারছে না। তাই নতুন করে এ নিয়ে ভাবতে হচ্ছে।
 
শ্মশানঘাটে ৬ তলা উচ্চতার আধুনিক ভবন নির্মিত হবে বলেও জানান তিনি। ইতোমধ্যে সে কাজ বেশ এগিয়েছে।
 
মন্ত্রী বলেন, অনেক জায়গায় ড্রেজারের প্রয়োজন হলেও সেভাবে আমরা দিতে পারছি না। কারণ বেশিরভাগ ড্রেজার এখন মংলা ও ঘষিয়াখালীতে কাজে লাগানো হয়েছে।
 
শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর এখন অনেক ভালো চলছে। সেখানে শ্রমিকরা বার্ষিক ১০ শতাংশ ইনক্রিমেন্ট পান।
ফোরামের সদস্যদের সঙ্গে আলাপে নৌ-সেক্টর নিয়ে পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান, যাতে মন্ত্রণালয়ের কাজের সুবিধা হয়।

তিনি বলেন, ২০০৪ সালে ৩১টি, ২০০৯ থেকে ২০১৫ সালের এ পর্যন্ত (১৮ নভেম্বর) ১৬টি এবং চলতি বছরের বাকি সময়টুকু যদি ঠিক থাকে, তাহলে দেখা যায়-মাত্র ২টি দুর্ঘটনা ঘটেছে এ বছর। এসব সাফল্যের জন্য প্রয়োজনে কঠোর হতে হয়েছে আমাদের।
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।