ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ২ ছাত্রের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, নভেম্বর ১৮, ২০১৫
জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ২ ছাত্রের কারাদণ্ড ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় জেএসসি পরীক্ষা দিতে আসা-যাওয়ার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই কলেজছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজার ‍নির্দেশ দেন।



কারাদণ্ডপ্রাপ্তরা হলো, পাথরঘাটার চৌধুরী মাসুম টেকনিকেল অ্যান্ড বিজনেস ম্যাজেমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র বাদুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সজল ও পাথরঘাটা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে মেহেদী হাসান।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে দুই কলেজছাত্র দুই জেএসসি পরীক্ষার্থীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে ও প্রেমের প্রস্তাব দেয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ওই দুই বখাটেকে আটক করে।

বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ‍দুইজনকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।