ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ডাচ রানি ম্যাক্সিমা সেরুতি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সফলতার বিষয়টি উল্লেখ করেন। এসময় নেদারল্যান্ডসের রানি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সফলতার প্রশংসা করে এ খাতে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার কথা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তৈরি পোশাক শিল্পে নারীদের অবদান এবং এটি কীভাবে নারীর ক্ষমতায়নে কাজ করছে তার তুলে ধরেন। নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ডাচ রানি আশা প্রকাশ করেন, নারীর ক্ষমতায়নে সাফল্য অব্যাহত থাকবে।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিকগুলো উল্লেখ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি জলবায়ু সমস্যা মোকাবিলায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।
ভূ-প্রকৃতিগতভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ব-দ্বীপ প্রকৃতির কথা তুলে ধরে বলেন, নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ লাভবান হতে পারে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পদক্ষেপের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।
ডাচ রানির এই সফর দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এসময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি সিউলেনারি, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমইউএম/এএ