ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা ঠেকাতে হযরত শাহ্জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার রায় ঘোষণার পরপরই নিরাপত্তা জোরদার করা বিমানবন্দরে।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বাংলানিউজকে জানান, যেকোনো রকমের নাশকতা ঠেকাতে বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। বিমানবন্দরে মূলপ্রবেশ পথে ছয়জন নিরাপত্তা কর্মীর জায়গায় ১০ জন রাখা হয়েছে, অন্যান্য পয়েন্টে চারজনের জায়গায় ছয়জনে উন্নীত করা হয়েছে।
তানজিনা বলেন, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। নিরাপত্তা ব্যবস্থা সবসময় বলবত ছিল এবং থাকবে।
প্রয়োজনে অথবা বিভিন্ন সময় আমরা এই নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে থাকি- যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএইচএস/এমজেএফ/